বেহাল রাস্তা। খাটিয়া করে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি হলো না। বাড়িতেই জন্মালো শিশু। সদ্যজাত শিশু ও মাকে অবশেষে ভর্তি করা হলো হাসপাতালে। মালদার আদিবাসী অধ্যুষিত থানার, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রলগড় এলাকার ঘটনা ।
কয়েকদিন আগেই এই এলাকার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অসুস্থ বুড়িকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। অসুস্থ বুড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এবার ওই এলাকার বাসিন্দা সঞ্জীব সোরেন স্ত্রী ওসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিল। এম্বুলেন্স বর্ডার রোড পর্যন্ত আসলেও দামে ঢোকানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে খাটিয়া করি কোন রকমে ওই রোগীকে আনা হয় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে। এই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।
তৃণমূলের দাবি ওই এলাকার সাংসদ বিধায়ক রয়েছেন বিজেপির। সমস্যার কথা স্বীকার করলেন খোদ এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্ম।
