বালি ভর্তি ট্রাকের ধাক্কায় এক পথ কুকুরের মৃত্যুতে শুক্রবার সকালে মহিষকুচিতে গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। মহিষকুচি চৌপতিতে জমায়েত হওয়া স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বালু ও পাথর বোঝাই লরির দ্রুত চলাচল এলাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। অবরোধকারীদের মধ্যে থাকা গৌতম কুমার অধিকারী বলেন, “প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসন হস্তক্ষেপ না করলে বড় ক্ষতি হতে পারে।

আমরা চাই, লরিগুলোর গতি নিয়ন্ত্রণ করা হোক।” অন্যদিকে তাপস সরকার জানান, “বাইক বা পায়ে রাস্তায় বেরোলে জীবনহানির সম্ভাবনা রয়েছে। লরিগুলোর দ্রুত গতিবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।”
বিক্ষোভকারীরা পুলিশের হস্তক্ষেপের পাশাপাশি ট্রাফিক গার্ডওয়ালের দাবিও তুলেছেন। বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা