বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙ্গন বিজেপিতে। শনিবার বিজেপির দক্ষিণ শহর মন্ডল যুব মোর্চার সভাপতি শুভম দে সরকার সহ বেশ কয়েকজন বিজেপি যুব মোর্চা কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। শনিবার তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপির দক্ষিণ শহর মন্ডল যুব মোর্চার সভাপতি ।
তৃণমূল কংগ্রেসে যোগদানকারী শুভম দে সরকার বলেন , মানুষের কাজ করার জন্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান। এদিন তিনি বলেন সম্প্রতি উত্তরবঙ্গে হয়ে যাওয়া বন্যায় বিজেপি কর্মীদের কোন কার্যকলাপ লক্ষ্য করা যায়নি। সাধারণ মানুষের জন্য কাজ করার জন্যই তৃণমূল কংগ্রেসে যোগদান।

জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন বিজেপির দক্ষিণ শহর মন্ডল যুব মোর্চা সভাপতি শুভম দে সরকার সহ একাধিক বিজেপি যুব মোর্চা কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যুব মোর্চা কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান অনেকটাই তাৎপর্যপূর্ণ।
বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন তৃণমূল কংগ্রেসে যোগদানকারী শুভম দে সরকার বিজেপির কেউ নয়। তাকে তিনি চিনেন না। ত্রাণ নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।