বন্ধুদের সঙ্গে শিলিগুড়ি সংলগ্ন পাহাড়ি অঞ্চল দুধিয়ার বালাসন নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল শিলিগুড়ি ফুলবাড়ীর এক যুবকের। ঘটনার পর এলাকায় শোকের ছায়া ।
জানা গেছে বুধবার ছয় বন্ধু মিলে স্নান করার জন্য দুধিয়ায় যায়। বিকেলবেলা পরিবারের কাছে খবর আসে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম কৌশিক ঘোষ ওরফে শুভ, বয়স ২৫ . এরপর পরিবারের লোকেরা খুঁজতে গেলে অন্ধকার নেমে আসায় আর সম্ভব হয়ে ওঠেনি।

বৃহস্পতিবার দুধীয়ার পুলিশ এক যুবকের দেহ উদ্ধার করে। এরপর পরিবারের লোকেরা গিয়ে দেখতে পায় নিখোঁজ কৌশিক ঘোষের মৃতদেহ।
এরপরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে। শোকের ছায়া নেমে আসে পরিবারের পাশাপাশি এলাকায়। মৃত যুবক কৌশিক ঘোষের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনতলা গ্রামে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।