বাংলা ভাষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই সমস্ত বানিজ্যিক প্রতিষ্ঠান গুলিতে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার পথে হাটতে চলছে ধূপগুড়ি পুরসভা।পুর প্রশাসক বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই সকলকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত কার্যকর করা হবে।ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগম এলাকাতে সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে।এবার ধূপগুড়ি পুরসভা সেই পথে হাঁটতে চলছে।পুরসভার অধীন সমস্ত মালিকানাধীন,ব্যবসায়িক ও বেসরকারি প্রতিষ্ঠান,দোকান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান,বিপণন কেন্দ্র,শপিংমল,অফিস,রেস্তোরাঁ,

হোটেল,হাসপাতাল,ডায়গনস্টিক সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোকে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করা হবে বলে জানা গিয়েছে।পুরসভা সূত্রে জানা যায় প্রথমে শহরের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি,শিক্ষাবিদ এবং বিদ্বজ্জনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।সেই কমিটির সুপারিশ ভিত্তিতেই সিদ্ধান্ত কার্যকর করা হবে।ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশিস দত্ত বলেন আমিও একজন বাঙালী।পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানাই।ব্যবসায়ীরা পুরসভার পাশে রয়েছে।পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন বাংলা ভাষাতে দোকানের সাইনবোর্ড লেখা বাংলা মানুষের পক্ষে ভালো।প্রচুর সংখ্যক গ্রামের মানুষ বাজারে আসে। সবার পক্ষে ইংরাজী,হিন্দি পড়া সম্ভব নয়।সেই জন্য আমরা একটি কমিটি গঠন করে বাংলাতে সাইনবোর্ড লেখাটা কার্যকর করবো।