বাড়ি থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বলে অনুমান পরিবারের। গঙ্গারামপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার ঘটনা। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত করেছে।
পুলিশ জানিয়েছে মৃত স্কুল শিক্ষকের নাম সুজন পাল (৪২)। তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। তিনি বংশীহারী ব্লকের বাঘদুয়ার FP স্কুলে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে খবর, দীর্ঘ কয়েক বছর আগে তার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতেন ওই স্কুল শিক্ষক। এরই মাঝে সোমবার বাথরুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মানসিক অবসাদ এর কারণে এমন ঘটনা ঘটিয়েছে ওই শিক্ষক বলে মনে করছে পরিবারের সদস্যরা।