শুভেন্দু অধিকারীকে ঘিরে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফর ঘিরে মঙ্গলবার জলপাইগুড়িতে দেখা গেল অভিনব প্রতিবাদের ছবি। পাহাড়পুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষপূর্ণ স্লোগান তুলে ও প্রতীকী কর্মসূচি পালন করে প্রতিবাদ জানাল। টিএমসিপি কর্মীদের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার ফলে “অপবিত্র” হয়েছে রাস্তা।

তাই সেই রাস্তা ‘পবিত্র’ করতে গোবর জল ও গঙ্গাজল দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন তারা। ঘটনাস্থলে উপস্থিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার জানান, “চোর! চোর! চোর! শিশির বাবুর ছেলেটা – এই স্লোগান তুলে আমরা প্রতিবাদ জানিয়েছি। যে পথ দিয়ে উনি গিয়েছেন, সেই পথ আমাদের পবিত্র করতে হবে। তাই গোবর জল দিয়ে সেই রাস্তা আমরা ধুয়ে দিয়েছি।”দেবজিৎ সরকারের দাবি, শুভেন্দু অধিকারীর সফরে বিজেপির কোনো স্থানীয় নেতা-কর্মী তাকে স্বাগত জানাতে আসেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, “তৃণমূল ছাত্র পরিষদের উপস্থিতি ও প্রতিবাদে বিজেপি নেতাকর্মীরা ভয় পেয়েছেন, তাই প্রকাশ্যে আসতে সাহস পাননি।”