রাজ্যে ক্ষমতায় থাকলেও গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নে বঞ্চিত তৃণমূল।বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। সরকারি কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যদের উন্নয়নমূলক কাজ দেওয়া হচ্ছে না এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির গাদং ২ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল পঞ্চায়েত সদস্যরা।সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গাদং ২ নং গ্রাম পঞ্চায়েতে টাইড,আন টাইড মিলিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা এলাকার উন্নয়নের জন্য এসেছে।এর মধ্যে ৮ টি সিসি রোড,চারটি সোলার ওয়াটার পাম্প এবং কয়েকটি কভার ড্রেন রয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা , এবং প্রকল্পের কাজ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের এলাকাতে বরাদ্দ করা হচ্ছে না।

বিজেপি পঞ্চায়েত সদস্যরা নিজেদের মতো করে কাজ করছে। যার ফলে উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কেন বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়ে এদিন প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা বসলে আলোচনা ফলপ্রসু হয়নি।বরং বিজেপি পঞ্চায়েত সদস্য এবং প্রধানের তরফে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এরপর গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে মুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। যদি তাদের কাজ না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবে হুঁশিয়ারি দিয়েছেন গাদং ২ নং গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোলাম হোসেন।