দ্বারিকামারী নদীর ভাঙ্গনের জেরে নাজেহাল এলাকার বাসিন্দারা। ক্ষোভে পথ অবরোধ সামিল হলেন এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে দিনহাটা -মাতাল হাট রাজ্য সড়কের ছোট নাচনিয়া এলাকায় অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই নদী ভাঙ্গনের জেরে কখনো জমি কিংবা বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ।

যার ফলে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি বারংবার প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিলেও হয়নি কোন সুরাহা। তাই বাধ্য হয়েই অবরোধের শামিল হলেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যতদিন না তাদের সমস্যার সুরাহা হচ্ছে তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।