এই মুহূর্তে সবথেকে বড় খবর এবার মুর্শিদাবাদের বাবলা নদীর উপর উপচে পড়ছে তিলপাড়া ব্রিজে ছাড়া জল। ভয়ানক রূপ নিচ্ছে বাবলা নদী। বাবলা নদীর উপচে পড়া জল তাণ্ডবে মেতেছে নদীর তীরবর্তী চাষের জমির উপর। ভরতপুরের পর তিলপাড়া ব্রিজের ছাড়া জল বাবলা নদী বেয়ে নদীর আশপাশ এলাকায় উপচে পড়ছে।ফলে বাবলা নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়রা জানান প্রতি ঘন্টায় জল বাড়ছে । শক্তিপুর থানা মানিক্যহার মোড় থেকে টিয়ার ঘাট যাওয়ার রাস্তা বেহাল অবস্থার মধ্যে দিয়ে যাতাযাত হলেও বর্তমানে বাবলা নদীর জলে টিয়ার ঘাট পারাপার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে।

তাছাড়াও বাবলা নদীর প্লাম্বিত জলে টিয়ার ঘাট যাওয়ার রাস্তায় জল জমে গিয়েছে। বর্তমানে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে ঘাট পারাপার বন্ধ হওয়ায় সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে।। ফলে সমস্যায় পড়েছে এলাকার মানুষ। স্থানীয়রা অনুমান করছেন নিম্নচাপের প্রভাবে যেভাবে অপর বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউ তিলপাড়া ব্রিজের জল ছাড়া হচ্ছে এইভাবে চলতে থাকলে বাবলা নদীর তীরবর্তী এলাকা গুলো সম্পূর্ণরূপে ডুবে যাবে বলে মনে করছেন। নদীর প্লাম্বিত জলে একধারে যেমন ফসল নষ্ট হয়ে দুশ্চিন্তায় চাষিরা অন্য ধারে বাবলা নদীর প্লাম্বিত জল দেখেতে বিভিন্ন এলাকা থেকে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ।