তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম অমিত পাকড়ে । বাড়ি হাওড়া জেলার বালি এলাকায়। এদিন সকালে বাইক নিয়ে দশজন বন্ধু ও আত্মীয় তারকেশ্বর মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শেওড়াফুলি আসে। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে বাইকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় তাঁরা। তারকেশ্বর মন্দিরের প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অমিত। তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর ।
