শিলিগুড়ি,সমাজ সংস্কারক রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান মহানাগরিক গৌতম দেব।এই দিনে ঠাকুর পঞ্চানন বর্মার সমাজ সংস্কারমূলক কাজ ও উত্তরবঙ্গের মানুষের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন মহানাগরিক। তিনি বলেন, “ঠাকুর পঞ্চানন বর্মা শুধুমাত্র কিশানদের অধিকার রক্ষাকারীই নন, তিনি ছিলেন প্রকৃত সমাজ সংস্কারক। আজকের প্রজন্মের কাছে তাঁর জীবনদর্শন পথপ্রদর্শক।শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পুরনিগমের একাধিক কাউন্সিলর ও পুরকর্মী উপস্থিত ছিলেন। সকলেই সমাজ সংস্কারকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
