কোচবিহার জেলার ট্রাফিক বিভাগকে দেওয়া মোটর সাইকেলের ট্রায়াল রান দিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকগণ ৷ পেট্রোলিং এর জন্য পাওয়া মোটর সাইকেলের ট্রায়াল রান করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকগণ । উল্লেখ্য কোচবিহারের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাইক পেট্রোলিং এর জন্য পাওয়া ১০ টি মোটর সাইকেলের ট্রায়াল রান করা হয় কোচবিহার শহরে।

বুধবার কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকায় দেখা যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ একাধিক পুলিশ আধিকারিক এই মোটর সাইকেলগুলির ট্রায়াল রান করেন ৷ কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান জেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশ দশটি মোটরসাইকেল পেয়েছে । সেই দশটি মোটরসাইকেলের ট্রায়াল রান করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে, সর্তকতা অবলম্বন করে গাড়ি চালানোর কথা বলা হয়।