জলপাইগুড়িতে কিষাণ নিধি প্রকল্প, রাজ্য সরকারকে আক্রমণ সুকান্ত মজুমদারের। ময়নাগুড়ি ব্লকের রামসাই এলাকায় জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত PM-KISAN প্রকল্পের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার কৃষকদের উপকারে কোনও উদ্যোগ নিচ্ছে না, বরং কেন্দ্রীয় প্রকল্পে বাধা দিচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ জেলার কৃষকরা ভার্চুয়ালি দেখেন। তিনি দেশের ৯ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ৬ হাজার টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করেন।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ছিল উৎসাহ, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। বিশ্লেষকদের মতে, সুকান্তবাবুর মন্তব্য রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
