জটিল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল।
পেটে ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন স্বপ্না বর্মন নামে এক মহিলা। আল্ট্রাসনোগ্রাফি করার পর চিকিৎসকেরা দেখতে পান এই মহিলার অগ্ন্যাশয়ে পাথর হয়েছে। ওপেন অপারেশন করে অগ্ন্যাশয়ে থেকে অনেকগুলো পাথর বের করা হয়। চিকিৎসক জানান এই অপারেশন যদি বাইরের কোন বেসরকারি নার্সিংহোমে করতে হত তাহলে কয়েক লক্ষ টাকার খরচ হতো। যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে বিনামূল্যে এমন জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করা সম্ভব এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে
