ছাত্র অধিকার নিয়ে কোচবিহার শহরে মহা মিছিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কোচবিহার জেনকিনস মোড় সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় ওই এলাকায় এসে শেষ হয়। এবং সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কমলেশ সিং, উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ্ত দে সহ জেলা নেতৃত্ব ও সদস্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কমলেশ সিং অভিযোগ করে বলেন এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, অভয়াকাণ্ড ও কসবা ল কলেজসহ রাজ্যের বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ষণ ও নৈরাজ্যের প্রতিবাদে, সাম্প্রদায়িক তুষ্টিকরণ বন্ধ করে অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু সহ একাধিক দাবিকে সামনে রেখেই তাদের আজকের এই কর্মসূচি।