টোটো চুরি করে বিক্রি করতে এসে হাতেনাতে পাকড়াও হল এক যুবক। জানা যায়, গত বুধবার গভীর রাতে বক্সিরহাটের শীলগাগরী এলাকার বাসিন্দা হলেশ্বর বর্মনের বাড়ি থেকে তার টোটো চুরি যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

এরপর ওই ব্যক্তি টোটো চুরির ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে নূর হোসেন নামে অসমের ছোট গুমা এলাকার এক যুবককে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নূর হোসেন তার বাড়ি অসমের ছোট গুমা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।