ফরেস্ট থেকে উদ্ধার মুখ থুবড়ে থাকা এক যুবকের মৃতদেহ,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চম্পাতলী এলাকার ঘটনা।শুক্রবার দুপুরে ওই যুবকের মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম অমিত সরকার (৩৩)বাবা মৃত অজিত সরকার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে ,ওই যুবক বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যে গড়াতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করে। শুক্রবার সকালে গঙ্গারামপুরের চাম্পাতলী এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার পুলিশ মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানা পুলিশ।