সকেট বোমা ছুঁড়ে কালিগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনকে নৃশংস হত্যা করা তৃণমূলী দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ অবিলম্বে রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল, কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ ও থানার পুলিশ আধিকারিককে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই এবং এসএফআই।

এদিন সংগঠনের কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। কর্মসূচী নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক ইউসুফ আলি, জেলা সভাপতি মানস বর্মন, যুব নেত্রী স্বরূপা সরকার প্রমূখ।
এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ রাজ্যের পুলিশ মন্ত্রী এদিন পদত্যাগের দাবি করেন ডিওয়াইএফআই কোচবিহার জেলা সম্পাদক ইউসুফ আলি।