কীর্ণাহার থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত্যু এক যুবকের — আহত আরও এক . শনিবার দুপুর পৌনে বারোটা নাগাদ কীর্ণাহার থানার ফুটিসাঁকো সংলগ্ন সিউড়ি–কাটোয়া রাজ্য সড়কে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কীর্ণাহার দিক থেকে আসা একটি মোটরবাইকে দুই যুবক পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ফুটিসাঁকো বাসস্ট্যান্ডের কিছুটা আগে।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালক পথিক মাঝির। গুরুতর আহত হন অপর আরোহী। খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহত দুই যুবকেরই বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বহরা গ্রামে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।