বেহাল কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের। মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সাতগ্রাম এলাকায় কাঁচা রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের অভিযোগ আশ্বাস মিললেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন।তাই এদিন গ্রামবাসীরা প্ল্যাকার্ড নিয়ে শিকারপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখান।গ্রামবাসীদের দাবি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও শুধু আশ্বাস মিলেছে তাই দ্রুত এই রাস্তা সংস্কারের দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয়।যদিও পরে গ্রাম পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা।গ্রাম পঞ্চায়েত প্রধান দ্রুত এই ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
