এটিএম লুটের ঘটনায় পাঁচ জন দুষ্কৃতি জড়িত তারা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। এখনো পর্যন্ত তিনজনকেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ।দুজনকেই ইতিমধ্যে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে শিলিগুড়িতে। আর একজনকে গ্রেফতার করা হয় বিহার থেকে গ্রেফতার করে নিয়ে এসে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এই এটিএম লুটের ঘটনায় ৯ লাখ টাকারও বেশি টাকা উদ্ধার করতে বলেছে পুলিশ।
