শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মিটিংয়ে বিরোধীদের কণ্ঠস্বর রোধ, শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াসহ একাধিক ইস্যুতে আজ সরব হলেন বিজেপি কাউন্সিলররা। এইসব দাবিদাওয়া নিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে স্মারকলিপি প্রদান করলেন তাঁরা।
বাঘাযতীন মাঠ থেকে একটি মিছিল বের করে বিজেপির কাউন্সিলর ও কর্মী-সমর্থকরা পৌর নিগম কার্যালয়ের দিকে এগিয়ে যান। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির পৌর কাউন্সিলররা। পৌরনিগমের প্রধান গেটে পৌঁছানোর পর পুলিশি ব্যারিকেডে বাধার মুখে পড়েন তাঁরা। সেখানেই বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। পরবর্তীতে, এক প্রতিনিধি দল পৌর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলের দাবি, পৌর বোর্ডে গণতান্ত্রিক পরিসরে বিরোধীদের মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং শহরে বেআইনি বিল্ডিং গজিয়ে উঠলেও প্রশাসন নিষ্ক্রিয়।
