আপাতত দুর্যোগ কাটলেও, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়বে ।
নিম্নচাপ আপাতত অন্য রাজ্যে সরে গেলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টি পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। তবে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম অধিকর্তা সৌরিশ দাস শনিবার এই খবর জানান। তিনি বলেন, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায় কোথাও কোথাও স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বঙ্গের প্রায় সব জেলায়। ২৮ ও ২৯ জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব – পশ্চিম বর্ধমান ,বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। ২৯ জুলাই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলী, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে ২৮ ও ২৯ জুলাই। ৩০ জুলাই বীরভূম, মুর্শিদাবাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর ৩১ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। ২৮ ও ২৯ জুলাই কলকাতায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। মাঝারি ধর্মে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। মৎস্যজীবীদের রবি ও সোমবার সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সমুদ্র এ দমকা হাওয়া থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ২৬ জুলাই জলপাইগুড়ি কালিম্পং – এ ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৭ জুলাই রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এইসব জেলায় বৃষ্টিপাত বাড়বে। ২৮ জুলাই সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিংপং, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে দু – এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ ও ৩০ জুলাই উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ৩১ জুলাই থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ৩১ জুলাই ও ১ অগাস্ট বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপ সরে গেলেও মৌসুমী বায়ু যেহেতু প্রবেশ রাজ্যে বাড়ছে রাজ্যে তার প্রভাবে পাহাড়ের উপর দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। ২৮ ও ৩০ জুলাই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেড়ে গিয়েছে। তাই মঙ্গলবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

বালুরঘাট মশাকপুরে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ করলেন বিএলএলআরও এবং পুলিশ
অবৈধ ভাবে সরকারি ভেস্টের জায়গায় খোড়া হচ্ছিল পুকুর। বিষয়টি জানতে