আলুর ন্যায্য মূল্যের দাবিতে সোমবার জলপাইগুড়ির সদর ব্লকের নয়াপাড়া তিস্তা কোল্ড স্টোরেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল সংযুক্ত কিষান মোর্চা। এদিন সংগঠনের সদস্যরা রাস্তায় জড়ো হয়ে আলু ফেলে প্রতীকী প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় আলুর দাম এতটাই কম যে চাষিরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন।

সংযুক্ত কিষান মোর্চার দাবিগুলি হলো— জেলার আলু চাষীরা হিমঘরে আলু সংরক্ষণের সুযোগ পেলেও বর্তমানে বাজারে আলুর দর অনেকটাই কমে যাওয়ায় তারা বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। হিমঘরে সংরক্ষিত আলু সরকার ১৩ টাকা প্রতি কেজি দরে কিনবে এবং তা মিড-ডে মিল প্রকল্পে বণ্টন করবে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন হিমঘরে মজুত আলু বাইরে রাজ্য ও দেশে রপ্তানির অনুমতি দিতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক আশিস সরকার, কৃষক নেতা গোবিন্দ রায়, জীতেন দাসসহ অন্যান্যরা। প্রায় আধ ঘণ্টা পথ অবরোধের পর অবরোধ তুলে নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।