মাথাভাঙ্গা ১নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে। মনমোহন দাসের অভিযোগ এক ব্যক্তি বাড়িতে এসে পঞ্চায়েতের সাথে দেখা করতে বলে,পঞ্চায়েত সদস্যর সাথে দেখা করলে ৫ হাজার দাবি করে পঞ্চায়েত সদস্য ফুলমতি বর্মন । এরপর ৫ হাজার টাকা দিলেও ঘর মেলেনি।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার সত্যতা খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।যদিও তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য ফোনে জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।এটা বিজেপির চক্রান্ত।যদিও বিজেপির দাবি আবাসের নামে যে দুর্নীতি হয়েছে মনমোহন দাস তারই প্রমাণ।ঘর দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছে এক তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য। আগামী দিনে এই নিয়ে বিডিও কে অভিযোগ জানাবেন বলেও জানান।