গত পাঁচই অক্টোবর ভোর বেলায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে বন্যার রূপ নেয় ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা সেই বিধ্বস্ত বন্যায় ঘরবাড়ি সহ বাড়ির আসবাবপত্র, থালা বাসন, টাকা পয়সা কাগজপত্র, বইপত্র সহ সকল জিনিস বন্যায় ভেসে গেছে, ঠাই হয়েছে বাঁধের উপরে পলিথিন দেওয়া তাবুতে, কিন্তু এত দুর্যোগ তাও কিন্তু মনোবল হারায়নি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা এলাকার খাটো বাড়ি সহ বিভিন্ন অঞ্চলের আগামী মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীরা মনোবল হারায়নি। তারা একে অপরের রা একই বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে।

কারণ সামনেই তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাকি আছে মাত্র এক মাসের মতন। তাই তারা মনোবল না হারিয়ে তারা সকলেই একে অপরের বই দিয়ে পড়াশোনা করছেন। যাতে করে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভালো ফল করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে, ভালো রেজাল্ট করে, তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে সেই জন্যই এই অবস্থাতেও বিভিন্ন তাবুগুলিতে লক্ষ্য করা যায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মগ্ন।। তাদের স্বপ্ন অনেক তাদের লক্ষ্য অনেক, তারা ভালো রেজাল্ট করে কেউ বা ইঞ্জিনিয়ারিং কেউবা মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। এলাকার চাঁরের বাড়ি নগেন্দ্রনাথ হাই স্কুল সহ আশেপাশের অনেক স্কুলের ছাত্র-ছাত্রী আছে যারা এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের পাশে দাঁড়িয়েছে স্কুল শিক্ষক, সহ প্রশাসনিক কর্তারা, এবং এলাকাবাসীরা, তাদের এই পড়াশুনার আগ্রহের ব্যাপারে কুর্নিশ জানিয়েছেন খুব শিক্ষিকা সহ প্রশাসনিক কর্তারা। শুধু মাধ্যমিক ছাত্র-ছাত্রী নয়, অনেক কিছু ক্লাস এবং নিচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের বইপত্র ভেসে গেছে বন্যার জলে , এ ব্যাপারে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন যাদের বইপত্র হারিয়ে গেছে তাদেরকে নতুন বই পত্র দেওয়া হবে।, তাছাড়াও এলাকার পঞ্চায়েত এবং প্রধানকে বিষয়টি জানাতে হবে। যাতে করে তারা নতুন বই পায়।যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বইপত্র জলে ভেসে গেছে, তাদেরকে প্রশাসনিক স্তরে নতুন বই পত্র দেওয়ার হবে বলে সূত্রের খবর জানা যায়।