অসমের ফরেনার ট্রাইব্যুনাল থেকে হাজরাহাট ২নং গ্রাম পঞ্চায়েত প্রধানকে হাজিরার নির্দেশ ২৭ তারিখের মধ্যে। সেই ঘটনায় এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে এলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক,চেয়ারম্যান গীরিন্দ্র নাথ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।মাথাভাঙ্গা দুই ব্লকের ভাঙ্গামোড়ের বাসিন্দা মিনতি শীল শর্মার প্রায় ৪০ বছর আগে অসমের নলবারির অধীর রায়ের সাথে বিয়ে হয়।২০১৫ সালে এনআরসি নোটিশ আসে।নাম ভুল থাকায় আইনিভাবে কোর্টের দারস্ত হয়।জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান অসমে কোনো নথি নিয়ে কখনোই যাবে না।প্যানিক তৈরির জন্য অসম সরকার এমনটা করছে।
