আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদ্যোক্তাদের জন্য অনলাইন পারমিশন ব্যবস্থা চালু করল বালুরঘাট পৌরসভা। এতদিন পারমিশনের জন্য উদ্যোক্তাদের সশরীরে পৌরসভায় যেতে হত, ফলে সময় নষ্ট হতো। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এবার থেকে পৌরসভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই পারমিশন নেওয়া যাবে। এই উদ্যোগ উদ্যোক্তাদের সময় ও পরিশ্রম বাঁচাবে বলে তিনি আশাবাদী।
